দেনমোহর
গত ৩ মাস আগে আমার বিয়ে হয়েছে।যেহেতু ৮ বছর প্রেমের পর আমার বিয়ে তাই দেনমোহরের ব্যাপারটা আমি আর সায়ান আগেই ঠিক করে রাখছিলাম।বিয়ের প্রায় কয়েকদিন আগে বাবা-মা দেনমোহর নিয়ে কথা চলতেছিল ঠিক তখন আমার মা আমাকে জিজ্ঞেস করলো আমি দেনমোহর কত চাই?যেহেতু বড়দের মাঝে কথা বলার সাহস পাচ্ছিলাম না।ঠিক যখন আমাকে সুযোগ দেওয়া হলো তখনই আমি বললাম আমি দেনমোহর চাই-ই না।আমার মা বাবা উপস্থিত সবাই চমকে উঠে আর বলে দেনমোহর ছাড়া বিয়ের কোন উপায় আছে কি না?তারপর বলতে লাগলো আর চাই না কেন।তখন আমি বললাম আমি মনে করি কোটি টাকা লাখ টাকা দেনমোহর করে প্রকৃত সুখ পাওয়া যায় না।আর বর্তমানে যেভাবে বিচ্ছেদের গল্প শুনা যায় সেখানে এত টাকার দেনমোহর কি কাজে আসবে।ইদানীং দেখি সবাই সম্পর্ক জুড়ে দেওয়ার আগে
বিচ্ছেদের কথা চিন্তা করে।আমি এমন কিছু চাচ্ছি না।আমার বক্তব্য শুনার পর বাবা তারপর কাজীর কাছে খোঁজ নেন।খোঁজ
নিয়ে জানা গেলো নূন্যতম কিছু দেনমোহর নেয়া লাগবেই।তারপর আমি আর সায়ান মিলে ঠিক করলাম দেনমোহর হবে এক হাজার একশত এগারো টাকা(১১১১)। তারপর মোটামুটি সব ঠিক করে দিন তারিখ দেওয়া হলো। আমার বিয়েতে যারা উপস্থিত ছিলেন তারা সবাই কম বেশি দেনমোহরের এমাউন্টে অবাক হয়েছিলেন যে এত কম দেনমোহর ও হয় নাকি!বা সোনার গয়না ছাড়াও বিয়ে হয় নাকি!
আমাদের সমাজ ব্যবস্থা এমন দাঁড়ায় গেছে যে দেনমোহরের এমাউন্ট,সোনার গয়না এসবের উপর সামাজিক স্ট্যাটাস ডিপেন্ড করে।বরকে প্রেশার দিয়ে এগুলা আদায় করা হয়,এদিকে বরের অবস্থা হয় কাহিল।আর এদিকে আমি এবং আমার বাবা-মা একজন স্বাবলম্বী-শিক্ষিত মেয়ের বিয়েতে দেনমোহরের ঘোর বিরোধী। আমি সব সময় দেখছি কনের বাবা-মা দেনমোহর বাড়াইতে চায় আর বরের বাবা-মা দেনমোহর কমাইতে চায়।এগুলা নিয়ে ঝামেলা
হওয়া একটা "পণ্য ক্রয়-বিক্রয়ের" মত অবস্থা তৈরি হয়।আমার ব্যক্তিগতভাবে মনে হয়,একজন আত্মসম্মানবোধ সম্পন্ন স্বাবলম্বী এবং শিক্ষিত মেয়ের দেনমোহর এর চাহিদা লাখ লাখ টাকা বা কোটি টাকা হওয়া উচিত নয়।,বরং কিভাবে জীবন গুছানো যায় সে দিক খেয়াল রেখে সৃষ্টিকর্তার ঠিক করা নিয়ম অনুসরণ করে বিয়ে সম্পুর্ণ করা।কারণ আমি আর সায়ান আমাদের প্রেমের দিন গুলোতে প্রায় অনেক ঘটনাই শুনেছি বা দেখেছি যেখানে এগুলো নিয়ে বাড়াবাড়ি করে বিয়ে ও ভেংগে যায়।এমন কি দুটি মানুষের জীবন ও টানাটানি লেগে যায় এই দেনমোহরের এর দোটানায়।এমন বিচ্ছিরি কাজ দেখলে মন থেকেই নিন্দা জাগে।তাই আমাদের এমন সিদ্ধান্ত নেওয়া। দুইজন মানুষ ঠিক থাকলে তাদের সংসারে অভাব অনটন কলহ এসব আসেনা।আসার সুযোগ এই পায় না।দায়িত্ব শুধু স্বামীদের না,স্ত্রী দের ও রয়েছে।
জগতের সকল স্বামীরা সুখী হোক!
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন