মুড সুইং - MY LIFE MY STORY
MY LIFE MY STORY https://jfstorys.blogspot.com/2021/07/Moodsuing.html

মুড সুইং

 মানুষ পরিবর্তনশীল, এটা আমরা সবাই জানি আজ যে মানুষ টাকে ছন্ন ছাড়া দেখতেছিকাল ঠিক সেই মানুষ টাকে আমরা দেখতে পাবো কোন এক দামি আসনে আজ যে ভুলের মধ্যে জীবন গড়ে আছে,কাল ঠিক সে তার সঠিক সময়ে সঠিক বুদ্ধি প্রয়োগ করবে কারণ সময় মানুষ কে শিখিয়ে যায়, বুঝিয়ে যায় আমরা এই পরিবর্তন টাকে মুড সুইং বলে থাকি যা যেকোনো সময় পরিবর্তন হতে পারে যে কোনো সময় সিদ্ধান্ত বদলে ফেলতে পারে আর যার এই মুড সুইং টি হয়,মুলত সে খুব কঠোরযদিও কঠোর বলা যায় না কারণ মানুষ না চাইতেই অনেক কিছু হয়ে যায়



যা অকল্পনীয় ধরা যাক,আপনি একটা রিলেশন যুক্ত আছেনযাকে আপনার নিজের চেয়েও বেশি ভালোবাসেনসব সময় তাকেই খুঁজেনকিন্তু আপনার এই ভালোলাগা ভালোবাসা টাও কিন্তু চেঞ্জ হতে সময় নিবে নাএটা অনেক সময় দেখা যায় পরিস্থিতির কারণে নয়তো আপনার অজান্তেই আপনার মধ্যে কোন একটা পরিবর্তন যাই হোক,আমার দিক থেকে আমি বলতে চাই এই পরিবর্তন টা আসলেই খারাপ, খুব খারাপকেননা বলা নেই,জানা নেই, হঠাৎ করেই আপনি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেনযা আপনি আগে ভাবনায় আনতেন না তাই করে বসলেনহঠাৎ করেই আপনার সব থাকা সত্ত্বেও আপনি নিজেকে একা ভাবতেছেনআপনার সব কিছু থেকে আগ্রহ কমে যাওয়ানিজেকে লুকিয়ে রাখা এই সব কিছুই মুড সুইং এর কারণ

মুড সুইং এর জন্য অনেক সময় দেখা যায় মানুষের জীবনের প্রতি অনিহা বোধ করে যা মোটেও কাম্য নয় এই রকম সমস্যা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, বরং কারো সাহায্য ছাড়াই তার জন্য প্রয়োজন প্রথমত নিজেকে ব্যস্ত রাখা,হাসিখুশি থাকার চেষ্টা করা, সবচেয়ে ভালো কাজ দিবে যেটি সেটি হলো পরিবারের সাথে সময় কাটানো বাসায় ছোট বাচ্চা থাকলে তো আর কথাই নেইওদের সাথে খুনশুটিতেই সময় চলে যায় ঘুরতে যাওয়াসকাল বেলা ভোরের আলো তে হাটতে বেরোবেনপ্রকৃতির সাথে নিজেকে ফিরে পাবেন অন্য এক আমেজেবিকাল বেলা বা পরিবারের সাথে ঘুরতে বের হবেনতাদের ছোট খাটো ইচ্ছা পুরন করার চেষ্টা করবেনপারেন বা না পারেন চেষ্টা তো করতে পারেনক্ষতি কি তাতে এদের মধ্যে কোনো টাই যদি কাজে না দেয়,তাহলে সৃষ্টিকর্তার  ইবাদতে নিয়োজিত হবেননিজের অব্যক্ত কথা গুলো তার সাথেই শেয়ার করবেনদেখবেন শান্তি পাবেনভালো থাকবেন

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

ক্যাটাগরি