সঙ্গী
আমার লাইফে best বলতে কিছুই নেই।আছে শুধু কয়েকটা হৃদয় বেদনাদায়ক গল্প আর মুহুর্ত। আমার সাথে থেকে কেউ কখনো উন্নতি করতে পারেনি।সেজন্য কেউ এখনো পর্যন্ত আমার চির সাথি হয়ে উঠেনি। ব্যাপার টা ঠিক এমন যে আমি কারো প্রিয় হয়ে উঠতেই পারিনি। তাই best শব্দ টা আমার লাইফের সাথে যায় না।যায় না বলতে এটা একদম মানায় এই না। ঠিক এই কারনেই আমার সাথে best friend, best life partner, best share emotion partner etc এই শব্দ গুলো আমার সাথে যুক্ত হয় না।যদি কখনো হয়ে থাকে তবে সেটা খুব সাময়িক। এই যেমন ধরুন হাল্কা মাথা ব্যাথা একটু পরেই সেরে যাবে।তাই আমিও আর সেটা কে নিয়ে ডিপলি ভাবে কিছু ভাবিনা।কারণ যখন হাত থেকে পড়ে একটা গ্লাস ভেংগে যায় তখন তা আর কাজে আসেনা।ঠিক এটা ও এক জিনিস। প্রকৃতপক্ষে যাকে যেখানে মানায় আর কি।তাই আপসোস ও নেই আবার হতাশা ও নেই।মাঝে মাঝে আমরা হয়তো খুব একা ফিল করি যে বাকি আর ৪-৫ টা মানুষের মত আমার খুব নিকটবর্তী কেউ হলো না।আবার এটা ভেবে ও খুব খারাপ লাগে যে অনেকের বন্ধুত্বের বন্ধন লং। কিন্তু আমার নেই কেন? আমি মনে করি এগুলো মিছে মায়া।আর মিছেই সব অভিনয়। কারণ প্রয়োজন ছাড়া কেউ এই আপন না একটা মানুষ যে আপনার সাথেই থাকবে তার মধ্যেই সে অনেক কিছু চিন্তা করবে। সে কি পাবে আর পাবেনা।কি হারাবে আর হারাবে না। আবার এটা ও ঠিক যে কয়েকজন আছে যারা ঠিক অন্য রকম। মিলেই না তাদের সাথে কোনো উদাহরন। বলতে গেলে যায় না তাদের সাথে। কেননা পৃথিবী আজো নিজ অবস্থানে ঠাঁই হয়ে আছে ভালো মানুষ দের জোরেই।🙂সব শেষে বলতে চাই ভালো আছি😑। best কে যুক্ত না করি।দিন শেষে ভালো থাকি।এই পৃথিবীতে ভালো থাকার দায়িত্ব টা যে নিজেকেই বহন করতে হয়। তাই প্রত্তাশা রাখতে নেই ,যা হচ্ছে হতে দেওয়া উচিত। কারণ আমার থেকেই যে আমার উপরওয়ালা এই উত্তম পরিকল্পনাকারী
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন