জীবন থেকে নেওয়া ১
দুই একটা খারাপ সময়ের জন্য জীবন কখনো থেমে থাকেনা। জীবন চলতে থাকে নিজ গতিতে। বরং খারাপ সময় টা আসুক সাথে নিয়ে আসুক এক ঝুড়ি শিক্ষা। যেখান থেকে আবার নতুন করে নিজেকে গড়ে নতুন রূপে প্রকাশ করার জন্য। জীবন টা যে সুখ চায় তাও কিন্তু না। সব সময় যে আপনি সুখ লাভ করবেন বা তা আশা করবেন এটা ও কিন্তু না, দুঃখ টাকে ও যে একটু সুযোগ দিতে হবে আপনি কতটা ধর্য্য শীল তা বুঝার জন্য। এই জন্য আমি চাই খারাপ সময় টা আসুক শিখিয়ে দিয়ে যাক নতুন কিছু। কারণ সুখের মধ্যে থেকে মানুষ যা না শিখতে পারে তার সব টুকুর ভাগ শিখিয়ে দেয় খারাপ সময় টা। কে আপন কে পর তা বুঝিয়ে দেয়ার জন্য। জীবন মানেই শিক্ষা। খাতা তে যেমন লিখতে লিখতে কলম টা পুরিয়ে যায় তেমনি দুঃখ একদিন পুরিয়ে যাবে।ঠিক তখন আপনি দুঃখ টাকে মনে করে কাঁদবেন না বরং হাসতে হাসতে এটাই বলবেন যে এত টাও বোকা আমি ছিলাম। একটা সময় নিজেই বুঝবেন যে আপনি কতটা শিখেছেন। কি পেয়েছেন আর কি পান নি,তার হিসাব করতে যাবেন না। বরং এটার হিসাব করবেন যে আপনি কতটুকু শিখেছেন। নিজেকে কত টুকু গড়ে তুলেছেন। আপনার একটা ভেঙে পড়া নতুন একটা কদম এ হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে যাওয়ার হাত থেকে নিজেকে উঠিয়ে নিয়ে আবার নতুন ভাবে হাঁটতে থাকা। অতীত ভুলে যান ,তবে এটা ভুলে যাবেন না আপনি কি শিখেছেন।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন